কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব

বর্তমান সময়ে বাংলাদেশে সিম কোম্পানি গুলোর মধ্যে গ্রামীণফোন অন্যতম। বাংলাদেশে প্রায় বেশিরভাগ মানুষ গ্রামীণফোন কোম্পানির সিম ব্যবহার করেন। কিন্তু হয়তো জানেন না কিভাবে এর সিম কার্ডের নাম্বার বের করতে হয়। এই ধরনের সমস্যায় প্রায় সময় মানুষ পড়ে থাকেন।
কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব
তাই আজকের এই আর্টিকেলে কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব সেই সম্পর্কে জানব। গ্রামীণফোন এর নেটওয়ার্ক অনেক জোরালো হওয়াই বাংলাদেশের আনাচে-কানাচে থেকেই মানুষের সাথে যোগাযোগ করা যায়।
পেজ সূচিপত্রঃ কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব

ভূমিকা

বর্তমান সময়ে দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামীণফোন এর ব্যবহার করে। গ্রামীণফোন এই সিম কার্ডের ব্যবহার সহজলভ্য ও এর আকর্ষণীয় অফার হওয়ার কারণে বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে এই কোম্পানিতে অনেক জনপ্রিয়। তাই আজকের এই আর্টিকেলে আপনাদের সুবিধার্থে গ্রামীনফোনের কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব
কিভাবে গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করব, কিভাবে গ্রামীনফোনে ইমারজেন্সি ব্যালেন্স ধার করব, গ্রামীণফোন সিমে কিভাবে এমবি কিনবো, গ্রামীণ সিমে এসএমএস এর ব্যালেন্স চেক করব কিভাবে, গ্রামীনফোনে সিমে কিভাবে এমবি চেক করব, কিভাবে গ্রামীণফোন সিমে এসএমএস কিনব ও গ্রামীণফোনের এসএমএস এর আকর্ষণীয় অফার সমূহ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি।

কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব

গ্রামীণফোন সিমে নাম্বার চেক করার জন্য আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে। এরপর ডায়াল অপশনে গিয়ে টাইপ করতে হবে। নিচের দেওয়া কোডটি হল।

Code: *2#

উপরের দেওয়া কোডটি টাইপ করে কল অপশনে চাপ দিলেই আপনার ফোনে ব্যবহৃত সিমটি নাম্বার দেখাবে।

কিভাবে গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করব

সিমের ব্যালেন্স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেকোনো সময় যেকোন প্রয়োজনে আমাদের ব্যালেন্স চেক করতে হয়। মূলত গ্রামীন সিমের ব্যালেন্স কত টাকা আছে এই টা জানার জন্য ফোনের ডায়াল অপশন এ গিয়ে টাইপ করতে হবে।

Code: *566#

উপরের দেওয়া কোডটি টাইপ করে কল অপশনে চাপ দিলেই সিমের ব্যালেন্স চেক করতে পারবেন।

কিভাবে গ্রামীনফোনে ইমারজেন্সি ব্যালেন্স ধার করব

বিভিন্ন সময় কারণবশত দেখা যায় আমাদের ফোনে ব্যবহৃত সিম কার্ডের মূল ব্যালেন্স শেষ হয়ে যায়।কিন্তু তখন হুটহাট কাউকে কল করাটা জরুরী। এমন সময় ব্যালেন্স না থাকলে নানা রকম বিপদ ও ঝামেলা সম্মুক্ষীন হতে হয়।
তাই মূলত গ্রামীণফোন গ্রাহকদের সুবিধার্থে ইমার্জেন্সি ব্যালেন্সের ব্যবস্থা করেছেন। যাতে কারো সাথে যোগাযোগ করতে অসুবিধা না হয়। গ্রামীণফোনে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশন এ গিয়ে নিচের দেওয়া কোডটি টাইপ করতে হবে।

Code: *1010*1#

উপরের দেওয়া কোডটি ডায়াল করলেই আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হবে। পরবর্তীতে আপনি আপনার ফোনে রিচার্জ করার সাথে সাথে ব্যালেন্স সমন্বয় করে নেয়া হবে।

গ্রামীণফোন সিমে কিভাবে এমবি কিনবো

বর্তমান লাইফে সিমে এমবি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যে কোন প্রয়োজনে আমরা আমাদের ফোনের গুগল অপশনে গিয়ে বিভিন্ন ধরনের তথ্য খোঁজাখুঁজি করি। এই তথ্য খোঁজাখুঁজি করার জন্য আমাদের এমবির প্রয়োজন হয়। এমবি কেনার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে নিচের দেওয়া কোনটি টাইপ করতে হবে।

Code: *121*3#
উপরের দেওয়া কোডটি করলে ডায়াল করলে এমবি ক্রয় করার জন্য বিভিন্ন অপশন পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি ক্রয় করে নেবেন।

গ্রামীণ সিমে এসএমএস এর ব্যালেন্স চেক করব কিভাবে

বর্তমান সময়ে এসএমএস এর ব্যবহার হয় না বললেই চলে। তবে কাজের প্রয়োজনে এসএমএস ব্যবহার করতে হয়। এই এসএমএস কতগুলো অবশিষ্ট রয়েছে তা চেক করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে নিচে দেওয়া কোডটি টাইফ করতে হবে।

code: *56682#

উপরে দেওয়া কোনটি টাইপ করে আপনার ফোনের কল অপশনে চাপ দিলেই আপনার ফোনের অবশিষ্ট এসএমএস এর ব্যালেন্স জানতে পারবেন।

গ্রামীনফোনে সিমে কিভাবে এমবি চেক করব

গ্রামীণফোনের সিমের এমবি চেক করার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশন এ যেতে হবে। এরপর নিজের দেওয়া কোনটি টাইপ করবেন।

Code: *121*1*4#

উপরের দেওয়া কোড দিয়ে ডায়াল করলেই আপনার সামনে এমবি এর অফার দেখাবে এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে ক্রয় করতে পারবেন।

কিভাবে গ্রামীণফোন সিমে এসএমএস কিনব

বিভিন্ন কারণবশত গ্রামীণফোনে অনেকেই এসএমএস ক্রয় করতে চাই। কিন্তু কিভাবে এসএমএস ক্রয় করব সেটা অনেকেই জানে না। তাই অনেক সময় একটু ঝামেলায় পড়তে হয়। সুতরাং এসএমএস করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড অপশন এ গিয়ে নিচের দেয়া টাইপ করতে হবে।
Code: *121#

উপরের দেওয়া কোডটি ডায়াল করলে আপনার ফোনে বিভিন্ন এসএমএস প্যাক এর অফার গুলো দেখাবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী ক্রয় করবেন।

গ্রামীণফোনের এসএমএস এর আকর্ষণীয় অফার সমূহ

গ্রামীণফোন বর্তমানে গ্রাহকদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। এগুলোর মধ্যে অন্যতম অফার হচ্ছে এসএমএস। নিচের দেওয়া কোড গুলো ডায়াল করে গ্রামীণফোনের এসএমএস এর আকর্ষণীয় অফার সমূহ জানতে পারবেন।

  • ২ টাকায় ২৫ এসএমএস *১২১*১০১৫*২# ৩ দিন
  • ৫টাকায় ১০০ এসএমএস *১১১*১০*০৬# ৩ দিন
  • ৬ টাকায় ২০০ এসএমএস *১২১*০৭*২০০# ৩০ দিন
  • ৭ টাকায় ১০০ এসএমএস *১২১*১০১৫*১# ৪ দিন
  • ১৩ টাকায় ৫৫ এসএমএস *১২১*১০১৫*১# ৩ দিন
  • ৫৭ টাকায় ২০৫ এসএমএস *১২১*১০১৫*৮# ৩০ দিন
  • ৭৭ টাকায় ৩০৫ এসএমএস *১২১*১০১৫*৯# ৩০ দিন

শেষ কথা

আশা করছি আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছেন। যদি আমাদের এই আর্টিকেলটি কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
যদি আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধব দের সাথে শেয়ার করুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

চাঁপাই আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url