কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব
কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব? এইরকম পরিস্থিতিতে পড়েনি এমন মানুষ
পাওয়া বেশ কঠিন। এছাড়া অনেক সময় দেখা যায়, আপনার আশেপাশের বন্ধুবান্ধব বা
আপনি অনেক সময় বাংলালিংক নতুন সিম ক্রয় করেন।
তখন বাংলালিংক সিমের নাম্বার চেক করতে হয়। কিন্তু জানেন না কিভাবে বাংলালিংক
সিমের নাম্বার চেক করতে হয়। আজকের এই আর্টিকেলে কিভাবে বাংলালিংক সিমের নাম্বার
চেক করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
পেজ সূচিপত্রঃ কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব
ভূমিকা
বর্তমানে বাংলাদেশে অন্যতম একটি মোবাইল অপারেটর হল বাংলালিংক। গ্রাহক সংখ্যার দিক
দিয়ে বাংলালিংকের অবস্থান তৃতীয়তম। বর্তমানে বাংলালিংক সিমের জনপ্রিয়তা
অন্যান্য সিমের তুলনায় অনেকটা বেশি। প্রায় সব জেলাতেই বাংলালিংক সিমের
জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। গ্রাহক সংখ্যাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
আরো পড়ুনঃ বিনামূল্যে অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক
করব, বাংলালিংক সিমে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিব, বাংলালিংক সিমে কিভাবে
মিনিট কিনব, বাংলালিংক সিমে এমবি ধার করব কিভাবে, বাংলালিংক সিমে কিভাবে এমবি
দেখব, বাংলালিংক সিমে কিভাবে এসএমএস কিনব ও বাংলালিংক সিমের কাস্টমার সার্ভিস
নম্বর ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি।
কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব
বাংলাদেশে জনপ্রিয় সিম কোম্পানি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলালিংক। বাংলাদেশের
প্রায় সব জেলাতেই তাদের নেটওয়ার্ক রয়েছে। বাংলালিংক সিমের নাম্বার বের করার
জন্য প্রথমত আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে এ গিয়ে বা যেখানে কাউকে কল
করার জন্য ফোন নাম্বার ডায়াল করতে হয়। বাংলালিংক সিমের নাম্বার চেক করার জন্য
ডায়াল অপশনে গিয়ে টাইপ করতে হয়।
CODE: *511#
উপরের দেওয়া কোডটি ডায়াল করলেই আপনি আপনার মোবাইল ফোনে বাংলা লিংক সিমের যে
নাম্বারটি বের করতে চাচ্ছিলাম সেটা পেয়ে যাবেন। তবে অনেক সময় নেটওয়ার্কের
কারণে একটু সমস্যা বা দেরিতেও আসতে পারে।
বাংলালিংক সিমের ব্যালেন্স দেখার নম্বর
বাংলালিংক সিম ব্যবহার করলে তো অবশ্যই আপনাকে বাংলালিংক সিমের ব্যালেন্স দেখার
নাম্বার জানতেই হবে। বাংলালিংক সিমের ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনাকে আপনার
ফোনের ডাইল অপশনে গিয়ে টাইপ করতে হবে।
CODE:*124#
উপরিউক্ত কোডটি ডায়াল করলেই আপনি আপনার সিম কার্ডের ব্যালেন্সটি জানতে পারবেন।
বাংলালিংক সিমে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিব
বর্তমানে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে সিম কোম্পানিগুলো তাদের সিমে বিভিন্ন
ধরনের অফার দিয়ে থাকেন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইমারজেন্সি ব্যালেন্স। অনেক
সময় দেখা যায় আমরা কথা বলতে বলতে অনেক সময় আমাদের ফোনের ব্যালেন্স শেষ হয়ে
যায়।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে কত দিন লাগে
তখন হুটহাট রিচার্জ করাটা অনেক কষ্টসাধ্য বা অনেক সময় পাওয়া যায় না। তাই
বর্তমান সময় প্রায়ই প্রতিটি কোম্পানিগুলোই ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে।
বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার ডায়াল অপশনে গিয়ে টাইপ
করতে হবে।
CODE:*121*5#
উপরের দেওয়া নম্বরটি ডায়াল করলেই আপনার সিমে ইমারজেন্সি ব্যালেন্স অ্যাড হয়ে
যাবে।পরবর্তীতে আপনার রিচার্জ করার সাথে সাথেই সেই ব্যালেন্স কেটে করে নেয়া হবে।
বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনব
আমরা অনেক সময় দেখা যায় ফোনের ব্যালেন্স দিয়ে কথা বলতে গেলে অনেক টাকা লেগে
যায়। আবার অনেক সময় সামান্য কিছু টাকা দিয়ে মিনিট কিনে কথা বললে অধিক সাশ্রয়ী
হয়। বাংলালিংক সিমেও মিনিট কেনার কিছু অপশন রয়েছে।
সেগুলো ব্যবহার করে কথা বললে অনেক সাশ্রয় হয়। বাংলালিংক সিমে মিনিট কেনার জন্য
প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল অপশন এ গিয়ে টাইপ করতে হবে।
CODE:*888#
উপরের দেওয়া কোটি ডায়াল করলে আপনার ফোনে বিভিন্ন মিনিট ও এমবি প্যাক এর অপশন
আসবে। সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মত কিনতে পারবেন।
বাংলালিংক সিমে এমবি ধার করব কিভাবে
বিভিন্ন প্রয়োজনে আমাদের হুটহাট এমবির প্রয়োজন পড়ে। বর্তমান সময়ে বাংলালিংক
সিমে এমবিও ধার করা যায়। বাংলালিংক সিমে এমবি ধার করার জন্য আপনার ফোনের ডায়াল
অপশন এ গিয়ে টাইপ করতে হবে।
CODE: *875#
উপরোক্ত করতে ডায়াল করার পর আপনার মোবাইল ফোন একটি মেসেজ আসবে। সেখানে আপনাকে কত
এমবি ইমারজেন্সি ব্যালেন্স দেয়া হয়েছে সেটা দেখাবে।
বাংলালিংক সিমে কিভাবে এমবি দেখব
বাংলালিংক সিমে এমবি কিনেছেন কিন্তু কিভাবে দেখবেন এটা বুঝতে পারছেন না। ব্যাপার
না আমি বলে দিচ্ছি, এর জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে একটি কোড
ডায়াল করতে হবে। কোডটি হলোঃ
CODE:*5000*500#
বাংলালিংক সিমে কিভাবে এসএমএস কিনব
বর্তমান সময়ে এসএমএস চলে না বললেই চলে। তবে কাজের প্রয়োজনে অনেক সময় কেনার
প্রয়োজন হয়। বাংলালিংক সিমে এসএমএস কেনার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশন
এ গিয়ে টাইপ করতে হয়।
CODE:*121*1013#
উপরের দেওয়া এই কোডটি ডায়াল করলেই বাংলালিংক সিমের বিভিন্ন ধরনের এসএমএস এর
দেওয়া অফার গুলো আপনার সামনে আসবে সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত কিনতে পারবেন।
বাংলালিংক সিমের কাস্টমার সার্ভিস নম্বর
প্রায় প্রতিটি সিম কোম্পানিগুলোর কাস্টমার সার্ভিস নম্বর থাকে। কেননা অনেক সময়
টেকনিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই সব সমস্যার সমাধানের জন্য
কোম্পানিগুলো কাস্টমার সার্ভিস দিয়ে থাকেন।
টেকনিক্যাল সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো টাকা রিচার্জ করে অনেক সময় কেটে নেয়া,
অতিরিক্ত পরিমাণে চার্জ করা বা এমবি ও এসএমএস এবং মিনিট প্যাক ক্রয় ও সমস্যা
সমাধানের জন্য কাস্টমার সার্ভিসে যোগাযোগ করে সমাধান নেওয়া হয়। কাস্টমার
কেয়ারে যোগাযোগ করার জন্য আপনার মোবাইল ফোনের ডায়াল বেড়ে গিয়ে নিচে দেওয়া
কোনটি ডায়াল করতে হবে।
CODE: 121
উপরের দেওয়া নম্বরটি ডায়াল করলেই, তাদের নির্দেশনা অনুসরণ করে কাস্টমার কেয়ারে
যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করতে পারেন।
শেষ কথা
আশা করছি আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি কিভাবে বাংলালিংক সিমের
নাম্বার চেক করব ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছেন। যদি আমাদের এই আর্টিকেলটি পড়ে
বুঝতে কোথাও কোন সমস্যা হয় তাহলে আর্টিকেলটি পুনরায় মনোযোগের সাথে পড়ুন।
কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব ইত্যাদি সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত
থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের এই আর্টিকেলটি পড়ে
আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব, কাছের মানুষ ও
পাড়া-প্রতিবেশীদের সাথে শেয়ার করুন, ধন্যবাদ।
চাঁপাই আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url