আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
আপনি কি একজন ফ্রিল্যান্সার হিসাবে মার্কেটপ্লেসে কাজ শুরু করতে চাচ্ছেন? কোথা
থেকে কাজ শুরু করবেন বা কিভাবে কাজ শুরু করবেন এই নিয়ে হতাশায় ভুগছেন? আপনি কি
ফ্রিল্যান্সিং এর কোন একটা বিষয় দক্ষতা অর্জন করে থাকেন তাহলে আমি বলব আপনি
আপওয়ার্ক এ অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারেন।
এখানে আপনি কাজ করে খুব সহজেই টাকাই করতে পারবেন। তাই আজকের এই আর্টিকেলে
আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
পেজ সূচিপত্রঃ আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
ভূমিকা
বর্তমানে ফ্রিল্যান্সিং অনেক জনপ্রিয় ও মুক্ত পেশা হওয়ায় অনেকেই এই পেশায় কাজ
করছে। অনেকে ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করছে। কিন্তু
নতুন যারা কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে ফ্রিল্যান্সিং এই সেক্টরে এসে কাজ পাবেন
সেটা বুঝতে পারছেন না। তাই আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে আলোচনা করেছি
আরো পড়ুনঃ SEO করে কত টাকা আয় করা যায়
আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়, আপওয়ার্ক মার্কেটপ্লেস পরিচিতি, আপওয়ার্ক
একাউন্ট খোলার নিয়ম, নতুনদের জন্য আপওয়ার্ক চাকরি, Upwork com কাজের তালিকা,
Upwork এ কাজ করার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপওয়ার্ক মার্কেটপ্লেস পরিচিতি
আপওয়ার্ক মার্কেটপ্লেস পরিচিতি হওয়ার পর অবশ্যই আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
গুলো জেনে নিবেন। আজকের এই আর্টিকেলে আপওয়ার্ক মার্কেটপ্লেস পরিচিতি নিয়ে
আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে কর্মসংস্থানের সংকট থাকায় বেকার যুবক-যুবতীর
সংখ্যা বেড়েই চলেছে। অনেকেই আবার গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি না পেয়ে হতাশা
গ্রস্থ অবস্থায় ঘুরছে।
বাংলাদেশে কর্মসংস্থানের তুলনায় অধিক জনসংখ্যা হবার কারণে এ ধরনের সমস্যাগুলোর
মধ্যে পড়ছে। বর্তমান সময়ে আমরা কমবেশি সবাই ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত।
বিশেষ করে তরুণ তরুণীদের মাঝে এর জনপ্রিয়তা অনেক। আবার অনেকেই বেকারত্ব দূর করতে
ফ্রিল্যান্সিং কাজ শেখার প্রতি আগ্রহ প্রকাশ করছে। আবার অনেকেই ফ্রিল্যান্সিং
করেও নিজের ক্যারিয়ার গড়ছে এবং মাসের লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে।
আপওয়ার্ক হল ফ্রিল্যান্সারদের জন্য একটি কাজের কর্মস্থল। যেখানে তারা তাদের
স্কিল অনুযায়ী কাজ খুঁজে নিয়ে করতে পারে। ফ্রিল্যান্সারদের জন্য অনেক জনপ্রিয়
একটা মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক। যেখানে সারা বিশ্বের প্রায়ই এক কোটি
ফ্রিল্যান্সার কাজ করে। বর্তমান সময়ে প্রায় চার লক্ষ এর উপর কাজ করছে।
আপওয়ার্ক মূলত একটি কাজের জায়গা যেখানে আপনি আপনার ইচ্ছামত চুক্তিবদ্ধ হয়ে কাজ
করতে পারবেন।
আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
বর্তমানে তরুণ তরুণীদের মাঝে অনেক জনপ্রিয় একটা পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখানে
আপনি আপনার দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আয় করতে পারেন। বর্তমানে অসংখ্য
উপায়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। এরমধ্যে জনপ্রিয় একটা হচ্ছে ফ্রিল্যান্সিং।
যারা নতুন ফ্রিল্যান্সিং শিখে কাজ করতে চাই তারা হয়তো অনেকেই জানে না। আপওয়ার্ক
কি? এটি কিভাবে কাজ করে? আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় ইত্যাদি না জানার কারণে
অনেকেই আগেই ঝরে পড়ে।
আরো পড়ুনঃ মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
বর্তমানে ফ্রিল্যান্সিং করার জন্য অনেক মার্কেটপ্লেস হয়েছে। যেমনঃ আপওয়ার্ক,
ফাইভার, পিপল পার আওয়ার সহ বর্তমানে আরো অনেক জনপ্রিয় মার্কেটপ্লেস রয়েছে।
বর্তমান সময়ে যেমন ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে ঠিক তেমনি এর কাজের পরিমাণও
বাড়ছে। চলুন আর দেরি না করে আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় এগুলো নিয়ে
বিস্তারিত আলোচনা করি।
আপওয়ার্ক প্রোফাইল
কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি। সুতরাং আপনার প্রোফাইল কে এমন ভাবে
সাজাতে হবে যেন ক্লাইন্ট প্রথম দেখায় আকর্ষিত হয়। এর জন্য প্রথমত আপনার
প্রোফাইল ফটোটা প্রফেশনাল মনে হতে হবে। সেই সাথে আপনার কাজের অভিজ্ঞতা ইত্যাদি
বিষয় গুলোর উপর নজর দিতে হবে।
একটিভ থাকুন
আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত একটিভ থাকতে
হবে। এছাড়াও বিশেষ করে একটিভ থাকার পাশাপাশি আপনাকে নতুন নতুন কাজ খুঁজতে হবে।
প্রোফাইল অপটিমাইজ করুন
আপওয়ার্ক প্রোফাইলের মাধ্যমে ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করুন। মনে করুন আপনি
ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করবেন। এক্ষেত্রে আপনার ক্লাইন্ট কি ধরনের
কিওয়ার্ড লিখে সার্চ করে সেই বিষয়ে ভালোভাবে গবেষণা করুন। সেই কিওয়ার্ড গুলোর
উপর ভিত্তি করে আপনার প্রোফাইলটি অপটিমাইজ করতে পারলে ক্লায়েন্ট যখন লিখে সার্চ
দিবে তখন আপনার প্রোফাইলটি প্রথমে আসা সম্ভব না থাকবে। এক্ষেত্রে কাজ পাওয়ার
সম্ভাবনা ও অনেক বেড়ে যায়।
আকর্ষণীয় অফার তৈরি করুন
আপওয়ার্ক এর মাধ্যমে প্রচুর পরিমাণে অফার দিয়ে কাজ করতে পারেন। এর জন্য অন্যের
লেখা পোস্ট কপি-পেস্ট না করে নিজে নিজে অফার তৈরি করুন। আলাদা আলাদা কাজের জন্য
আলাদা আলাদা ভাবে অফার দিন।
কভার লেটার লেখা
আপওয়ার্কে কাজ পাওয়ার ক্ষেত্রে কভার লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সব
ক্লায়েন্টকে একই ধরনের লেটার পাঠাবেন না। তাই যে কাজের জন্য ওভার লেটার লিখবেন
সেখানে সব সময় ক্লায়েন্টের নাম উল্লেখ করে দিবেন।
আশা করছি আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন।
অর্থাৎ আপনি যেই মার্কেটপ্লেস এ কাজ করতে যান না কেন, কঠোর পরিশ্রমের কোন বিকল্প
নেই। ধৈর্য পরিশ্রম নিয়ে কাজ করলে সফলতা আসবেই। এছাড়াও কিছু টেকনিক রয়েছে
যেগুলো অবলম্বন করলে খুব সহজেই কাজ পাওয়া যায়।
আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় জানার পরই আপনাকে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
জানতে হবে তা না হলে আপনি কাজ করতে পারবেন না। এছাড়াও একটি প্রফেশনাল মানের এখন
তৈরি করতে পারলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বহু গুনে বেড়ে যায়। চলুন আর দেরি
না করে জেনে নেয় আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম। আপওয়ার্ক খোলার জন্য প্রথমে
গুগলে সার্চ অপশনে গিয়ে Upwork.com লিখে সার্চ করবেন।
এরপর ক্রিয়েট নিউ একাউন্ট এ ক্লিক করে আপনার ভেরিফাইড একটা ইমেইল একাউন্ট, আপনার
নাম, পাসওয়ার্ড এবং আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান সেটা নির্বাচন
করতে হবে। এরপর আপওয়ার্ক থেকে আপনার ইমেইল একটা কোড পাঠানো হবে সেটা সাবমিট করতে
হবে।
এরপর আমি আপনি যে ধরনের কাজ করতে চান অর্থাৎ জব টাইটেল ঠিকঠাক ভাবে দিতে
হবে।কেননা যখন একজন বায়ার প্রথমে আপনার প্রোফাইলে আসবে তখন সে জব টাইটেল এর অপশন
আগে দেখতে পাবে। এরপর শিক্ষাগত যোগ্যতাই আপনার বিস্তারিত তথ্য দিতে হবে। এর
পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজের কোন কোন বিষয়ের উপর আপনার দক্ষতা রয়েছে সেগুলো
দিতে হবে।
ভালো হয় যদি আপনি অ্যাকাউন্ট খোলার সময় সেটির সাথে ১০ থেকে ১৫ টি আপনার দক্ষতা
যুক্ত করে দিতে পারলে। আপওয়ার্ক মার্কেটপ্লেসে জীবন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখানে আপনি আপনার নিজের সম্পর্কে, কাজ সম্পর্কে, আপনার অভিজ্ঞতা ও দক্ষতা তুলে
ধরতে পারলে বায়ার আপনাকে কাজে নিয়োগ দিবে।
এরপরে আপনি ঘন্টা প্রতি কত ডলারের কাজ করতে চান সেটা নির্বাচন করতে হবে।প্রথমত কম
ডলার দিয়ে কাজ শুরু করাই ভালো এক্ষেত্রে কাজ পাওয়া সম্ভব না বেশি থাকে। আপনার
কাজ ও অভিজ্ঞতা বাড়ার পাশাপাশি আপনার চাহিদাও পরে বাড়িয়ে দিবেন।
নতুনদের জন্য আপওয়ার্ক চাকরি
ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে বড় বিষয় হলো মার্কেটপ্লেস। বর্তমান সময়ে কাজ
করার জন্য অনেক মার্কেটপ্লেস রয়েছে। নতুন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান
তারা অনেকেই জানতে চাই নতুনদের জন্য আপওয়ার্ক চাকরি কেমন? নতুনদের জন্য
আপওয়ার্ক মার্কেটপ্লেস কতটা গুরুত্বপূর্ণ ইত্যাদি জানতে চাই। নতুনদের জন্য
আপওয়ার্ক চাকরির নানা ধরনের সুযোগ রয়েছে। এখানে আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করে
কাজ করে আয় করতে পারবেন।
প্রথমটি হল আপনি চুক্তিভিত্তিক কাজ করে অথবা ঘন্টা পতি আয় করতে পারেন। নতুন
অবস্থায় একটু কাজ পাওয়া কঠিন তবে ধৈর্য ও পরিশ্রম করলে সে সমস্ত কাজ করে আপনি
আয় করতে পারবেন। যেহেতু ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা। এটা যেহেতু ঘরে বসে করা
যাচ্ছে। সেহেতু তরুন তরুণীদের পাশাপাশি গৃহিণী ও চাকুরীজীবীরাও প্রতি ঝুঁকে
পড়ছে।
Upwork com কাজের তালিকা
বর্তমান সময়ে আয়ের একটা সহজ মাধ্যম হচ্ছে অনলাইন। এখান থেকে আপনি খুব সহজেই
টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে কোন একটা কাজের উপর দক্ষতা অর্জন করতে
হবে। বর্তমানে অনলাইন থেকে বিভিন্নভাবে এবং বিভিন্ন কাজ করে ইনকাম করা যায়।
শুধুমাত্র কিভাবে ইনকাম করা যায় বা কি কি কাজ শিখে ইনকাম করা যায় এগুলো নিয়ে
একটু রিসার্চ করলেই পাওয়া যায়। তাই আপনাদের সুবিধার্থে Upwork com কাজের তালিকা
বা যে কাজগুলো করে আপনি খুব সহজেই টাকা আয় করতে পারবেন চলুন সেগুলো দেখে নেয়।
- অ্যাপ ডেভেলপ
- ওয়েব ডেভেলপ
- সফটওয়্যার ডেভেলপ
- এসইও এক্সপার্ট
- প্রোগ্রামার
- ডিজিটাল মার্কেটিং
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- প্রোগ্রামিং
- ফটোগ্রাফি
- ফটো এডিটিং
- ভিডিওগ্রাফি
- ভিডিও এডিটিং
- ভিডিও প্রোডাকশন
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- আর্টিকেল রাইটিং
- স্ক্রিপ্ট রাইটিং
- ইমেইল রাইটিং
- কপিরাইটিং
- এডভারটাইজিং
- ডেটা বিশ্লেষক
- মোবাইল ডেভেলপার
- ট্রান্সক্রিবার
Upwork এ কাজ করার নিয়ম
আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় উপায় সম্পর্কে জানলেন কিন্তু Upwork এ কাজ করার
নিয়ম সম্পর্কে না জানলে আপনি আপওয়ার্ক থেকে কাজ করে আয় করতে পারবেন না।
আপওয়ার্ক কাজ করতে গেলে কতগুলো বিষয়ের উপর খেয়াল রাখতে হয়। যেমনঃ বায়ারদের
সাথে আপনার কাজের সুন্দর উপস্থাপন করতে হবে। আপনি কিভাবে কাজ করবেন সেটা আগে
থেকেই বায়ারের সাথে ঠিক করে নিতে হবে। আপনি ঘণ্টা প্রতি কাজ করবেন নাকি
চুক্তিভিত্তিতে কাজ করবেন সেটা আগে থেকে ঠিক করে দিবেন।
শেষ কথা
আশা করছি আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছেন। যদি আমাদের এই আর্টিকেলটি পড়ে বুঝতে কোথাও
কোন সমস্যা হয় তাহলে আর্টিকেলটি পুনরায় মনোযোগের পড়ুন। যদি আপওয়ার্ক এ কাজ
পাওয়ার উপায় সম্পর্কে আরো জানতে চান বা কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের
কমেন্ট বক্সে জানাবেন।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে কত দিন লাগে
যদি আমাদের এই আর্টিকেল ঠিক করে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার
বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন এবং নিত্য নতুন তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন,
ধন্যবাদ।
চাঁপাই আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url