পদ্ম গাছ লাগানোর পদ্ধতি - পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া যায়
আপনি কি পদ্ম গাছ লাগানোর পদ্ধতি-পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া যায় ইত্যাদি
সম্পর্কে খোঁজাখুঁজি করছেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও সঠিক ফলাফল পাননি।
তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন কেননা আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করতে
চলেছি পদ্ম গাছ লাগানোর পদ্ধতি-পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া যায়।
পেজ সূচিপত্রঃ পদ্ম গাছ লাগানোর পদ্ধতি - পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া
যায়
ভূমিকা
আমরা সবাই সুন্দরের পূজারী। আর ফুল সেই সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে।
কথায় আছে যেখানে কাদা বা নোংরা জল সেখানেই পদ্ম জন্মে। আর এই পদ্ম চাষ করে
অনেকেই জীবন যাপন করে। বর্তমানে অনেকেই পদ্ম চাষ করছে বাণিজ্যিকভাবে।
আরো পড়ুনঃ বসন্ত কালে কি কি ফুল ফোটে
তাই আজকের এই আর্টিকেলে আলোচনা করতে চলেছি পদ্ম গাছ লাগানোর পদ্ধতি-পদ্ম ফুলের
বীজ কোথায় পাওয়া যায়, পদ্ম বীজের উপকারিতা, পদ্ম ফুলের বীজের দাম, পদ্ম ফুলের
বীজ থেকে চারা, পদ্ম গাছের পরিচর্যা কিভাবে করতে হয়, টবে পদ্ম গাছ লাগানোর নিয়ম
ও পদ্ম ফুল কোন ঋতুতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পদ্ম গাছ লাগানোর পদ্ধতি
ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন
অনুষ্ঠানে প্রধান আকর্ষণের বিষয় হচ্ছে ফুল। আর যদি সেটা পদ্মফুল হয় তাহলে তো
কোন কথা হবে না। বিভিন্ন ফুলের গাছ বিভিন্নভাবে লাগানো হয়ে থাকে। কেউ বাসা
বাড়িতে আবার কেউ বাণিজ্যিকভাবেও চাষ করে থাকে। আজকে আমি আলোচনা করতে চলেছি পদ্ম
গাছ লাগানোর পদ্ধতি।
পদ্ম গাছ লাগানোর পদ্ধতির দুই ধরনের হয়ে থাকে। সেটা নির্ভর করে আপনি গাছ কোথায়
লাগাবেন তার উপর। পদ্ম গাছ সরাসরি গাছ নিয়েও লাগানো যায় আবার বীজ থেকেও পদ্ম
গাছ হয়। যদি আপনি আপনার বাসা বাড়িতে লাগাতে চান সে ক্ষেত্রে ফুলের টব বা ছোট
গামলায় বীজ লাগিয়ে লাগাতে পারেন। এর জন্য প্রথমত পরিমান মত মাটি ও তার সাথে
কিছু জৈব সার মিশিয়ে নিতে হবে।
এরপর পানি দিয়ে কয়েক দিন ভিজিয়ে রেখে দিতে হবে। মাটি টা ঠিকঠাক মত শুকিয়ে
গেলে দু একদিন পর পদ্ম গাছ লাগিয়ে দিতে পারেন। বাসা বাড়িতে আপনি মাঝারি থেকে
বড় আকারের পদ্ম গাছ লাগাতে পারেন। এক্ষেত্রে খুব তাড়াতাড়ি গাছে ফুল আসবে এবং
আপনার ফুলের বাগানের সৌন্দর্য আরো আকর্ষণীয় হয়ে উঠবে।
পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া যায়
পদ্ম ফুল বাংলাদেশের প্রতিটি জেলায় নদী নালা খাল বিল হাওড়া থেকে শুরু করে সব
জায়গায় দেখতে পাওয়া যায়। পদ্মফুল বিশেষ করে বিলের জলে বেশি ঘুরতে দেখা যায়।
সাধারণত বর্ষা মৌসুমী পদ্মফুল ফোটে। পদ্মফুল ভারত, বাংলাদেশ, চীন, রাশিয়া,
অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকায় বেশি দেখতে পাওয়া যায়।
আরো পড়ুনঃ কালমেঘ কখন খাওয়া উচিত
পদ্ম গাছ লাগানোর পদ্ধতি-পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া যায় এই নিয়ে অনেকেই
চিন্তাই থাকে। কেননা যেকোনো চারা বা বীজ ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্ম
ফুলের বীজ বাংলাদেশ অনেক অনলাইন শপ রয়েছে যেখান থেকে আপনি খুব সহজেই অর্ডার করে
কিনতে পারেন।
বিশেষ করে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইন শপ হচ্ছে "দারাজ" সেখান থেকে
আপনি নিতে পারেন। দারাজ থেকে আপনি খুব সহজে স্বল্প মূল্যেই পেয়ে যাবেন। এছাড়াও
উচ্চ ফলনশীল বীজ পেতে হলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) থেকে নিতে
পারেন। যেকোনো ধরনের বীজ আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন।
পদ্ম বীজের উপকারিতা
পদ্ম গাছ লাগানোর পদ্ধতি-পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া যায় এত জেনেছেন তাহলে
চলুন পদ্ধতি এর উপকারিতা কি কি রয়েছে সে সম্পর্কে জানি। পৃথিবীর প্রতিটা জিনিসের
কিছু উপকারিতা ও অপকারিতা রয়েছে। পদ্মবীজ ও তার ব্যতিক্রম নই। পদ্ম বীজের ও কিছু
গুণাবলী রয়েছে।
- পদ্ম বীজে ফ্ল্যাভোনয়েড এবং কেম্পফেরল থাকে যা আমাদের কোষের ক্ষতি থেকে রক্ষা করে।
- পদ্মবীজ ওজন কমাতেও সহায়তা করে।
- পদ্মবীজ হজম শক্তি ও কোষ্ঠকাটুনি দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- পদ্মবীজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ভূমিকা রাখে।
- পদ্মবীজ ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় আমাদের হাড় মজবুত ও সুস্থ রাখতে অপরিহার্য।
- পদ্মবীজ মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে ও চুলের বৃদ্ধিতেও সহায়তা করে।
- পদ্মবীজ বার্ধক্য জনিত লক্ষণ যেমন বলি ও সূক্ষ্ম রেখা কমায়।
- পদ্মবীজ শুক্রানুর গুণগত মান বাড়াই।
সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি পদ্মবীজের অনেক উপকারিতা রয়েছে।
পদ্মবীজ আমাদের স্বাস্থ্যের উন্নতি, ওজন কমাতে, ত্বক ও চুল এবং উর্বরতা বৃদ্ধিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পদ্ম ফুলের বীজের দাম
পদ্ম গাছ লাগানোর পদ্ধতি-পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া যায় এগুলো জানার পাশাপাশি
আপনি যদি পদ্ম ফুলের গাছ লাগাতে চান সে ক্ষেত্রে পদ্মফুলের বীজের দাম কত সেটাও
আপনাকে জানতে হবে। পদ্ম ফুলের বীজের দাম এক এক জায়গায় একেক রকম হয়ে থাকে। একদম
অনেকটা নির্ভর করে সেই ব্রিজের গুণগতমান এর উপর।
আরো পড়ুনঃ ওয়ালটন ফ্রিজ দাম ২০২৪
যেমন উচ্চ ফলনশীল বা গুণগতমান ভালো এরকম বীজের দাম তোলা মূলক একটু বেশি হয়ে
থাকে। যদি আপনি দারাজ থেকে পদ্ম ফুলের বীজ কিনতে চান সেক্ষেত্রে তারা ৫০ থেকে ২০০
টাকা পর্যন্ত নিয়ে থাকে ৫ পিস বীজের জন্য। এছাড়াও আজকের ডিল ডট কম থেকে যদি
কিনতে চান সেক্ষেত্রে তারা তিন পিস থাই পদ্ম ফুলের বীজ এর জন্য ২৪৫ থেকে ৩০০ টাকা
পর্যন্ত নিয়ে থাকে।
এছাড়াও হালাল এগ্রো টেক থেকে যদি আপনি বীজ নিতে চান সে ক্ষেত্রে তারা ৩০০ থেকে
৩৫০ টাকা পর্যন্ত নিয়ে থাকে ৫ পিস বীজের জন্য। সুতরাং আপনি যখন পদ্মফুলের জন্য
বীজ নিবেন তখন অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করে দিবেন।
পদ্ম ফুলের বীজ থেকে চারা
পদ্ম ফুলের বীজ রোপন করতে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। সঠিক পদ্ধতিতে রোপন
করার ফলে পদ্ম ফুলের বীজ থেকে চারা খুব সহজেই বের হতে পারে। পদ্ম ফুলের বীজ ফুটতে
২ থেকে ৩ দিন মতো সময় লাগে। পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরি করার জন্য যেকোন একটা
পাত্রে কিছু পরিমাণ মাটি এবং মাটি এর সাথে জৈব সার মিশিয়ে দিন।
এরপর ৫ থেকে ৬ সেন্টিমিটার গর্ত করে পদ্ম ফুলের বীজ লাগিয়ে দিন। সামান্য পরিমাণ
পানি বীজ দিয়ে দিন। ৫থেকে ৭ দিন অপেক্ষা করার পর দেখবেন বীজ আস্তে আস্তে
অঙ্কুরিত হতে থাকবে। প্রতিদিন সামান্য পরিমাণ পানি দিবেন এতে করে বীজ আস্তে আস্তে
বৃদ্ধি পেতে থাকবে।
পদ্ম গাছের পরিচর্যা কিভাবে করতে হয়
যেকোনো গাছের পরিচর্যা গাছকে দ্রুত বাড়তে সহায়তা করে। ঠিক তেমনি পদ্ম গাছের
পরিচর্যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অনেকেই আছেন যারা পদ্ম গাছ লাগিয়ে
ফেলেছেন কিন্তু পদ্ম গাছের পরিচর্যা কিভাবে করতে হয় সে সম্পর্কে কোন ধারণাই নেই।
তাই আজকে আলোচনা করতে চলেছি পদ্ম গাছের পরিচর্যা কিভাবে করতে হয়।
আরো পড়ুনঃ বিকাশ এজেন্ট ব্যবসা করার নিয়ম
আমি মনে করি পদ্ম গাছের পরিচর্যা চারা নেওয়া থেকে শুরু করতে হয়। গাছ নেওয়ার
সময় অবশ্যই গাছটি যেন গুণগত সম্পন্ন ও সতেজ হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপর
উপযুক্ত মাটির মিশ্রণ দিয়ে যদি টবে লাগাতে চান সেক্ষেত্রে টবের মাছ বরাবর গর্ত
করে চারা রোপণ করতে হবে। পদ্ম গাছ আলো খুবই পছন্দ করে তাই আলো যুক্ত স্থানে রাখতে
হবে। প্রতিদিন নিয়মিত পানি দিতে হবে।
১৫ দিন পর পর জৈব সারের পাশাপাশি বিভিন্ন ধরনের সার প্রদান করতে হবে। গাছ
অতিরিক্ত পরিমাণে বড় হয়ে গেলে তার শাখা প্রশাখা গুলো কেটে ছোট করে নিতে হবে।
এতে করে গাছের স্বাস্থ্য ভালো থাকে। পদ্ম গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে কীটনাশক স্প্রে ও অন্যান্য রোগ থেকে রক্ষা করা
দরকার।
টবে পদ্ম গাছ লাগানোর নিয়ম
অনেকেই রয়েছে যারা বাড়ির ছাদ এবং আঙ্গিনার সৌন্দর্য বৃদ্ধি করতে সুন্দর সুন্দর
ফুলের কাছে যারা লাগিয়ে থাকে। ফুলের বাগান অনেকেই শখ করেও করে থাকে। আবার অনেকেই
রয়েছেন যারা তাদের বাসার সৌন্দর্য ও মনোরম পরিবেশ তৈরি করতেও গাছ লাগিয়ে থাকেন।
আমরা বাগানে গাছ লাগাতে পারলেও। টবে গাছ লাগানোর বিষয়ে অনেকের তেমন কোন ধারনা
নেই বললেই চলে।
কারণ এখানে অনেক বিষয় আছে যেগুলো মেনে চলে গাছ লাগাতে হয়। পদ্ম গাছ লাগানোর
পদ্ধতি-পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছেন।
তো চলুন আলোচনা করি টবে পদ্ম গাছ লাগানোর নিয়ম গুলোর আলোচনা করি। টবে পদ্ম গাছের
চারা লাগানোর জন্য ১৪ থেকে ১৬ ইঞ্চি টবের প্রয়োজন।
অথবা আপনি বড় ড্রাম বা অন্য কোন পাত্রে পদ্ম ফুলের চারা লাগাতে পারেন। তবে কিছু
বিষয় মাথায় রাখতে হবে যেন ড্রাম ফেটে না যাই। যাতে পানি আবদ্ধ থাকতে পারে
বেরিয়ে যেতে না পারে। মাটি সাধারণত দুইটা পদ্ধতিতে তৈরি করা যেতে পারে। সরাসরি
আপনি পুকুর থেকে কাঁদা নিয়ে এসে ব্যবহার করতে পারেন। তবে আমি মনে করি পুকুর থেকে
কাঁদা নিয়ে এসে গাছ লাগানোটাই উত্তম।
এছাড়া আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি নিজে মাটি বানিয়ে নিতে পারেন। দুই ভাগ ১০ মাটি,
এক ভাগ জৈব সার, আধা চামচ ইউরিয়া ও পটাস অথবা আধা চামচ ফসফেট মিশিয়ে তৈরি করে
নিতে পারেন। টপ তৈরি করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যেন সম্পূর্ণ টম
মাটিতে ভরে যায়। প্রায় ২৫ থেকে ৩০ সেন্টিমিটার গর্ত করে চারা লাগাতে হবে। চারা
লাগানোর পর অবশ্যই পানি দিতে হবে।
পদ্ম ফুল কোন ঋতুতে হয়
শরৎকে ঋতুর রানী বলা হলে, বসন্তকে ঋতুর রাজা বলা হয়। আমাদের বছরের শুরুটা
গ্রীষ্মকাল দিয়ে। গ্রীষ্মকালে অধিক গরম থাকায় মানুষ চেয়ে থাকে আকাশের দিকে।
তারপর মানুষের কাতর আহব্বানে সারা দিয়ে আছে বর্ষাকাল। আর বর্ষাকাল আসলেই পদ্ম
ফুল ফোটা শুরু করে। বর্ষা যেন পদ্মের আগমন ঘটায়। তবে শরতেও অধিক পরিমাণে পদ্মফুল
ফুটে এবং হেমন্ত পর্যন্ত দেখা দেয়।
আরো পড়ুনঃ ভরা পেটে লেবু পানি খাওয়ার উপকারিতা
পদ্মার ফুটন্ত ফুলের রূপ দেখে চোখ যেন জুড়িয়ে যায়। পদ্ম ভারতের জাতীয় ফুল এবং
সনাতন ধর্মবলম্বীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা ফুল। বিশেষ করে দুর্গা পূজাতে
পদ্মফুলের বেশ চাহিদা ও কদর রয়েছে। এর অনেক ঔষধি গুনাগুন ও রয়েছে। মানবদেহে
ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অতুলনীয়।
শেষ কথা
আশা করছি আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি পদ্ম গাছ লাগানোর পদ্ধতি-পদ্ম
ফুলের বীজ কোথায় পাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের এই
আর্টিকেলটি পড়ে বুঝতে কোথাও কোন সমস্যা হলে আর্টিকেলটি পুনরায় মনোযোগের সহিত
পড়ুন।
পদ্ম গাছ লাগানোর পদ্ধতি-পদ্ম ফুলের বীজ কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কিত
কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাদের এই আর্টিকেলটি
পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আপনার কাছের মানুষ, বন্ধুবান্ধব ও
পাড়া-প্রতিবেশীদের সাথে শেয়ার করুন, ধন্যবাদ।
চাঁপাই আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url