বরই পাতা জাদু নষ্টে কিভাবে কাজ করে
যাদুটোনা ইসলামে হারাম ও কবীরা গুনাহ। যাদুটোনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি
হয়। এমন কি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই যাদুটোনা থেকে বাঁচতে অনেকেই অনেক
পদ্ধতি অবলম্বন করে থাকে। কবিরাজ ডাক্তার অনেকের কাছে গিয়েও যাদু টোনা থেকে
মুক্তি লাভ করতে পারে না।
বরই পাতা যেকোনো ধরনের জাদু টোনা নষ্ট করতে অত্যান্ত কার্যকরী ভূমিকা রাখে।
সুতরাং আজকের এই আর্টিকেলে আলোচনা করতে চলেছি বরই পাতা জাদু নষ্টে কিভাবে কাজ
করে।
পেজ সূচিপত্রঃ বরই পাতা জাদু নষ্টে কিভাবে কাজ করে
ভূমিকা
আমরা সবাই বরই এর সাথে পরিচিত। বরই পাতার বিভিন্ন ধরনের পুষ্টি গুনাগুন রয়েছে।
মৃত ব্যক্তিকে গোসল করা থেকে শুরু করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়াতেও বিভিন্ন রোগ সারাতে বরই পাতা ব্যবহার করা হয়। এই বরই পাতায়
অ্যান্টিসেপটিক উপাদান উপস্থিত থাকায় বিভিন্ন ধরনের কার্যসম্পাদনে সহায়তা করে।
আরো পড়ুনঃ
চুল পড়া বন্ধ হওয়ার ঘরোয়া উপায়
সুতরাং আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টে গেলে আলোচনা করতে চলেছি বরই পাতা জাদু
নষ্টে কিভাবে কাজ করে, বরই পাতার স্বাস্থ্যগত উপকারিতা, বরই পাতার ক্ষতিকর দিক,
বরই পাতা খাওয়ার নিয়ম, চুলের জন্য বরই পাতার উপকারিতা, এলার্জি সমস্যা সমাধানে
বরই পাতা ও বরই পাতার পানি দিয়ে গোসল করার উপকারিতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয়েছে।
বরই পাতা জাদু নষ্টে কিভাবে কাজ করে
বর্তমানে পৃথিবীতে ভালো এবং খারাপ দুই ধরনের মানুষই বিদ্যমান। তবে বর্তমান সময়ে
খারাপ মানুষের সংখ্যাই বেশি। তারা মানুষকে নানা ভাবে কষ্ট দেই। মানুষের নানাভাবে
ক্ষতি করার চেষ্টা করে। কেউ প্রত্যক্ষভাবে আবার কেউ পরোক্ষভাবে করে থাকে।
পরোক্ষভাবে যেসব ক্ষতিগুলা করে থাকে সেগুলো মারাত্মক লেভেলের হয়ে থাকে।
সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো যাদু-টোনা করা। এছাড়াও জিন কিংবা শয়তান ও
নানা ধরনের ক্ষতি করতে পারে। এইসব জাদু ও ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা
করে বরই পাতা। তাইতো অনেকেই জানতে চাই বরই পাতা জাদু নষ্টে কিভাবে কাজ করে। আজকের
এই আর্টিকেলে আমরা বরই পাতা জাদু নষ্টে কিভাবে কাজ করে সেইটা নিয়ে আলোচনা করব।
বরই একটি জান্নাতি গাছ। জান্নাতিরা এর ছায়াতলে আশ্রয় নিবে। পবিত্র কুরআন শরীফে
উল্লেখিত আছে সূরা ওয়াকিয়ার ২৮ নং আয়াতে। বরই একটি ঔষধি গুনসম্পন্ন গাছ। এর
বহু উপকারিতা এর কথা বিবেচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটি
কাটতে নিষেধ করেছেন। হাদিসে বর্ণিত রয়েছেঃ
- মৃত ব্যক্তিকে ভালোভাবে পবিত্র করার জন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লাম গোসলের পানির সাথে বরই পাতা মিশিয়ে দিতে আদেশ করতেন।
- কুফরের অপবিত্রতা ত্যাগ করে কোন ব্যক্তি নতুন মুসলমান হতে আসলে রাসুল সাঃ তাকে বরই পাতার পানি দিয়ে গোসল করতে নির্দেশ দিতেন।
- বরই পাতা জাদু নষ্টে কিভাবে কাজ করে আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করলেই বরই পাতা দিয়ে আপনি যাদু বিদ্যা নষ্ট করতে পারবেন।
সাতটি সবুজ বরই পাতা ভালোভাবে সিল পাটাই বেটে নিয়ে সম্ভব হলে তিনবার অথবা একবার
নিম্নে দেওয়া সুরা ও আয়াতগুলি তেলাওয়াত করে তাতে তিনবার ফু দিবেন। পানিতে কবজি
পর্যন্ত হাত ভিজিয়ে রেখে পড়তে পারলে বেশি ভালো হয়।
- দরুদ শরীফ
- আয়াতুল কুরসি
- চাঁর কুল (সূরা কাফিরুন, সূরা ইখলাস, ফালাক ও নাস)
- সূরা আ’রাফ ১১৭ থেকে ১২২ নং আয়াত
- সূরা ইউনুস ৮১ ও ৮২ নং আয়াত
- সূরা ত্বহা ৬৯ নং আয়াত
- দরুদ শরীফ
এরপর, বিসমিল্লাহ বলে সেখান থেকে ডান হাতের তালুতে নিয়ে তিন কোষ পানি পান করবেন,
নাকে তিনবার এবং অবশিষ্ট পানিতে গোসল করবেন। পানি পান করার উপযোগী না হলে পান
করার পরিবর্তে তিনবার কুলি করবেন। গোসলের ক্ষেত্রে প্রথমে মাথার পিছন বাগে পানি
ঢালবে, এরপর শরীরের বাকি অংশ। এমনভাবে গোসল করতে হবে যেন শরীরের চুল পরিমান
জায়গাও শুকনো অবস্থায় না থাকে।
আরো পড়ুনঃ খুশকি দূর করার ঘরোয়া উপায়
পেটের জাদু নষ্ট করার জন্য বড়ই পাতাঃ উপরে দেওয়ার নিয়ম অনুযায়ী বরই পাতার
পানি তৈরি করে কিছুক্ষণ রেখে দিবে। যাতে বরই পাতাগুলো পানির নিচে অংশে চলে যায়।
এরপর ছাকনি দিয়ে ছেকে সকালে ঘুম থেকে উঠে জাদু নষ্ট এর নিয়ত করে পানি পান করবে।
বরই পাতার স্বাস্থ্যগত উপকারিতা
প্রাচীনকাল থেকে বড়ই পাতা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় হচ্ছে। কুরআন শরীফে বলা
হয়েছে বরই পাতা একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। বরই পাতার স্বাস্থ্যগত উপকারিতা অনেক
রয়েছে। সেগুলো জেনে সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ
করা যায়। চলুন জেনে নেয়া যাক বরই পাতার স্বাস্থ্যগত উপকারিতা।
ওজন নিয়ন্ত্রণঃ বড়ই পাতা আমাদের শরীরে অতিরিক্ত ওজন বাড়তে দেয় না। সব
ধরনের ফ্যাট জাতীয় খাদ্য ও দ্রুত হজমে সহায়তা করে।
চর্মরোগ নিরাময়ঃ বরই পাতা প্রাচীনকাল থেকেই চর্মরোগ নিরাময়ে ব্যবহৃত
হয়ে আসছে। এটি আমাদের শরীরের এলার্জি দূর করতে কার্যকারী।
আলসার প্রতিরোধঃ গ্যাস্ট্রিক থেকে পাকস্থলীতে আলসার তৈরি হয়। এমন
অবস্থায় আপনি বরই পাতা সেবনের মাধ্যমে আলসার থেকে মুক্তি পেতে পারেন।
রোগ প্রতিরোধ ক্ষমতাঃ বরই পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে। বরই
পাতাতে থাকা এন্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ফ্রি র্যাডিকেলগুলোকে গুলোকে
নিষ্ক্রিয় করে দেয়।
চুল পড়াঃ বরই পাতা চুল পড়া বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের
মাথায় সামান্য পরিমাণ চুল পড়লে আমরা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করি এবং সেই
সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি। কিন্তু অনেক সময় এর উপকার হয় না বললেই চলে।
এক্ষেত্রে আপনি খুব সহজেই বরই পাতা এর মাধ্যমে চুল পড়া বন্ধ করতে পারেন।
এছাড়াও বড়ই পাতা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে
জ্বর জ্বর ভাব, মাথার ত্বক পরিষ্কার, পেট খারাপ ও বদহজম ইত্যাদি দূর করতে সহায়তা
করে।
বরই পাতার ক্ষতিকর দিক
পৃথিবীর প্রত্যেকটা জিনিসের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে। বরই পাতা
এর ব্যতিক্রম নয়। বরই পাতা এর ও কিছু উপকারিতা ও অপকারিতা রয়েছে। বরই পাতা জাদু
নষ্টে কিভাবে কাজ করে ও ও উপকারিতা জানলেন। চলুন এইবার জেনে নেই বরই পাতার
ক্ষতিকর দিক গুলো।
আরো পড়ুনঃ পদ্ম গাছ লাগানোর পদ্ধতি
যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের বরই খাওয়া এড়িয়ে চলাই ভালো। কেননা এটি খাওয়ার
ফলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। আবার যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রেও
বড়ই খাওয়া ক্ষতিকর। কেননা রিজন বরাইতে থাকা চিনি ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস
বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের জন্য বরই এড়িয়ে চলাই ভালো।
বরই পাতা খাওয়ার নিয়ম
আমাদের দেহের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ করতে ফলমূল এর কোন
বিকল্প নেই। বরই আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
ত্বকের সৌন্দর্য বৃদ্ধি থেকে শরীরের অনেক কার্য সম্পাদন করে। বরই পাতার অনেক
গুণাবলী রয়েছে সেগুলো নিয়মাবলী মেনে সেবন করলেই এর উপকারিতা পাওয়া যায়।
চলুন জেনে নেই বরই পাতা খাওয়ার নিয়ম গুলো। প্রতিদিন আপনার দেহকে সুস্থ রাখবে
তিন থেকে চারটা বরই পাতা ভালোভাবে ধুয়ে সেবন করুন।এক্ষেত্রে আপনার শরীর সুস্থ
থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
চুলের জন্য বরই পাতার উপকারিতা
আমরা সকলেই চলে যত্ন নিতে চাই। তবে সঠিক তথ্য না জানার কারণে বা ঠিকঠাকভাবে যত্ন
নিতে না পারার কারণে অনেক সময় চুল পড়ে যায়। এই চুল পড়া বন্ধ করার জন্য আমরা
বিভিন্ন সময়ে বাজার থেকে বিভিন্ন ধরনের তেল ও প্রসাধনী নিয়ে এসে ব্যবহার করি।
এতে অনেক সময় উপকারের থেকেও অপকারই বেশি হয়। আজকাল অনেকেই রয়েছেন যারা চুলের
যত্নে বা চুল পড়া প্রতিরোধে বরই পাতা ব্যবহার করে থাকেন।
চুল পড়া বন্ধ করতে আপনি বরই পাতা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন।
বরই পাতা এর পেস্টটি তৈরি করতে তুলসী পাতা, আমলা ও বড়ই পাতা প্রয়োজন পড়বে।
এরপর সবগুলোকে ভালোভাবে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বেটে নিতে হবে। পেস্টটি
তৈরি হয়ে গেলে আপনার মাথার ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন এরপর
ধুয়ে ফেলুন।
এলার্জি সমস্যা সমাধানে বরই পাতা
আমরা সকলেই কমবেশি বড়ই খেতে পছন্দ করি। বরই এর বেশ কিছু উপকারিতা ও অপকারিতা
রয়েছে। তবে বরইয়ের চেয়ে বড়ই পাতার এর বেশি উপকারিতা রয়েছে। আপনি হয়তো
জানলেই অবাক হবেন এলার্জি সমস্যা সমাধানে বরই পাতা অনেক বেশি কার্যকর। বরই পাতা
আপনার শরীরের যেকোনো ধরনের পুরনো এলার্জি ও ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে
সহায়তা করে।
একটি গবেষণায় দেখা গিয়েছে বরই পাতায় থাকা এন্টিসেপটিক যেকোনো ধরনের পুরাতন
এলার্জি খুব সহজেই দূর করতে পারে। এর জন্য নিয়মিত সকালে খালি পেটে বরই পাতা এর
রস খাওয়ার অভ্যাস করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাবার খাওয়া ঠিক এক
ঘণ্টা আগে হাফ কাপ পরিমাণ বরই পাতার রসের সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে
নিয়মিত খান।
এছাড়াও বরই পাতার রসের সাথে এক চা চামচ কালোজিরার গুড়া মিশিয়ে রাতে ঘুমানোর
আগে খান দেখবেন আপনার শরীরের যেকোনো ধরনের চর্মরোগ বা এলার্জি সহজেই দূর হয়ে
যাবে।
বরই পাতার পানি দিয়ে গোসল করার উপকারিতা
বরই পাতার পানি দিয়ে গোসল করার উপকারিতা গুলো কি কি রয়েছে সেগুলো অনেকেই জানতে
চাই। একটি গবেষণায় দেখা গিয়েছে বরই পাতাতে থাকা এমন কিছু অ্যান্টিসেপটিক গুণ
রয়েছে যা আমাদের শরীর থেকে বিভিন্ন জীবাণু দূর করে। অ্যান্টিসেপটিক গুণ থাকাই
বরই পাতা কিছুক্ষণ উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে পাতা থেকে একপ্রকার আঠালো
নির্যাস বেরিয়ে আসে যা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের পোকামাকড় ও চর্মরোগ থেকে
দূর করে। এছাড়াও মুসলমান মৃত ব্যক্তিকে বরই পাতার পানি দ্বারা গোসল করানো হয়।
এতে খুব দ্রুত শরীর পচন রোধ করে।
শেষ কথা
সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে বড়ই পাতা ঔষধি ও পুষ্টি গুন
সম্পন্ন। আশা করছি আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি বরই পাতা জাদু নষ্টে
কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বরই পাতা জাদু নষ্টে
কিভাবে কাজ করে এই সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে
জানাবেন।
আরো পড়ুনঃ বসন্ত কালে কি কি ফুল ফোটে
আমাদের এই আর্টিকেলে পড়ে বুঝতে কোথাও কোন সমস্যা হলে আর্টিকেলটি পুনরায়
মনোযোগের সাথে পড়ুন এবং নিত্য নতুন তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।
চাঁপাই আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url