ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়

আপনি কি আপনার ব্রণ নিয়ে চিন্তায় আছেন। ব্রণের দাগ ও গর্ত আপনার চেহারার বারোটা বাজিয়ে দিয়েছে। ব্রণ দূর করার অনেক উপায় অবলম্বন করেও সঠিক ফলাফল পাননি। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকের এই আর্টিকেলে আলোচনা করতে চলেছি ব্রণ দূর করার উপায়।
ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়
ত্বকের সবচেয়ে বিরক্তিকর সমস্যা হচ্ছে ব্রণ। কেননা ব্রণ হলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যাই। ব্রণ যে শুধু মেয়েদেরই হয় এ কথা সত্যি নয় ছেলেরাও ব্রণের ভুক্তভোগী। নিম্নে ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
পেজ সূচিপত্রঃ ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়

ভূমিকা

ত্বকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্রণ। এই ব্রণ আমাদের ত্বকের যে স্বাভাবিক সৌন্দর্য সেটা নষ্ট করে দেয়। দেখতে অনেক বিশ্রী লাগে। বন্ধুবান্ধব পাড়া-প্রতিবেশী বা কাছের মানুষদের সামনে যেতেও অনেকটা দ্বিধাবোধ হয়। তাই আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়, ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিম ও ছেলেদের মুখে ব্রণ দূর করার ফেসওয়াশ নিয়ে আলোচনা করেছি।
ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় অনেকেই অনেক পদ্ধতি অবলম্বন করে থাকলেও সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হচ্ছে প্রাকৃতিক উপায়ে ব্রণ দূর করা। এছাড়াও আরো আলোচনা করেছেন ৭ দিনে ব্রণ দূর করার উপায়, লেবু দিয়ে ব্রণ দূর করার উপায়, মেয়েদের মুখের ব্রণ দূর করার উপয়, তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায় ও ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায় নিয়ে আলোচনা বিস্তারিত করেছি।

ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়

বিভিন্ন কারণে ছেলেদের মুখে ব্রণ হয়ে থাকে। সাধারণত দেখা যাই বয়সন্ধিকালে এর প্রবণতাটা বেশি দেখা দেয়। ব্রণ নিয়ে প্রায়ই সব ছেলেরাই সমস্যায় ভুগে থাকেন। প্রতিটি ছেলেই চাই তার চেহারা সব সময় উজ্জ্বল ঝকঝকে ও সুন্দর দেখাক। কিন্তু দৈনন্দিন জীবনযাপন ও অলসতার কারণে হয়ে ওঠে না। এছাড়াও সঠিক উপায় অবলম্বন না করার কারণে মুখে ব্রণ ও নানা ধরনের সমস্যা দেখা দেয়। চলুন জেনে নেই ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় ও কার্যকরী কিছু টিপসঃ
  • নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে। প্রতিদিন ঘুমাতে যাবার আগে ও সকালে ঘুম থেকে উঠে ভালো কোন ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে।
  • রোদ্রে বের হলে অবশ্যই সানস্ক্রিন এর ব্যবহার করতে হবে।
  • ব্রণ উঠলে হাত বা নক দিয়ে বেশি খোঁটাখুটি করা যাবে না। 
  • অতিরিক্ত ব্রণ হলে সেভ না করাই ভালো। কেননা এতে সংক্রমনের ঝুঁকি বাড়ে।
  • ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় এ অনেক কার্যকরী ভূমিকা রাখে পানি। দৈনিক মিনিমাম ২ লিটার পানি পান করতে হবে।
  • বাইরের রোদ ধুলাবালি ব্রণ সৃষ্টি করতে কার্যকারী ভূমিকা রাখে। সুতরাং বাইরে থেকে আসলেই ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে। 
  • অতিরিক্ত তেল জাতীয় খাবার ও ভাজা পোড়া পরিহার করতে হবে। 
  • পর্যাপ্ত পরিমাণ ঘুম ও অতিরিক্ত চাপ দূর করতে হবে। 
  • শাকসবজি ও বিভিন্ন ধরনের ফলমূল ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় এ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই থেকে রক্ষা পেতে হলে নিয়মিত সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে।
  • মুখের সাবান বা তেল লাগানো থেকে দূরে থাকতে হবে। দিনে অন্তত পাঁচ থেকে ছয় বার ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে।
  • কোষ্ঠকাঠিন্যের কারণে অনেক সময় ব্রণ দেখা দেয়। তাই সব সময় পেট পরিষ্কার রাখতে হবে।
  • যদি আপনার মুখে ফাঙ্গাল জাতীয় ব্রণ হয় তাহলে পিজ্জা, বার্গার ও ফাস্টফুড ইত্যাদি খাবার এড়িয়ে চলুন।
  • নিয়মিত ত্বকে মশ্চারাইজার ও ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। যা ত্বকের ব্রণ দূর করতে অনেক কার্যকরী ভূমিকা রাখে।

ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিম

ছেলেদের মুখে ব্রণ খুবই কমন একটা সমস্যা। ছেলেদের মুখে সাধারণত কিশোর বয়সে এই ব্রণের প্রবণতাটা বেশি দেখা দেয়। যার ফলে ছেলেদের ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ব্রণ দূর করার অনেক পদ্ধতি থাকলেও সবচেয়ে সহজে ও কার্যকরী পদ্ধতি হচ্ছে ক্রিম এর ব্যবহার করে ব্রণ দূর করা। চলুন ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিম নিয়ে আলোচনা করি যেগুলো ব্যবহার করার ফলে আপনি খুব সহজেই ব্রণ দূর করতে পারবেন।

বেনজয়ল পারঅক্সাইড ক্রিম

 বেনজয়ল পারঅক্সাইড ক্রিম ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় এর সবচেয়ে কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ত্বকের ব্রণ ও ব্রণের কালো দাগ দূর করতেও ভূমিকা রাখে। এটি ত্বকে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও ত্বকের অতিরিক্ত তেল ও দূর করে।

রেটিনয়েড ক্রিম

রেটিনয়েড ক্রিমটি ব্রণ দূর করার পাশাপাশি ছেলেদের বয়সে ছাপ ও কালো দাগ দূর করতেও কার্যকরী ভূমিকা রাখে। এটি ত্বকের নতুন কোষ তৈরি করতে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে। এটি ত্বকে কোলাজেন নামক এক ধরনের উপাদান তৈরি করে যা ত্বক টানটান করে, বয়সে ছাপ ও পোড়া থেকে ভালো রাখতে সাহায্য করে।

স্যালিসিলিক অ্যাসিড ক্রিম

ছেলেদের মুখে ব্রণ দূর করার ক্রিমগুলোর মধ্যে অন্যতম হলো স্যালিসিলিক অ্যাসিড ক্রিম। এটি ছেলেদের মুখের ব্রণ দূর করার পাশাপাশি ছেলেদের ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করতে অনেক কার্যকরী ভূমিকা রাখে। স্যালিসিলিক অ্যাসিড ক্রিমটি ব্যবহারের ফলে ত্বকের তৈলাক্ত ভাব দূর ও ক্ষতিকর কোষগুলোকে কার্যকরী গড়ে তোলে।

ছেলেদের মুখে ব্রণ দূর করার ফেসওয়াস

ফেসওয়াশ সাধারণত ত্বক পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এটি আমাদের সারা দিনের ত্বকে জমে থাকা ধুলাবালি ময়লা ব্যাকটেরিয়া ইত্যাদি দূর করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজারে ছেলেদের মুখে ব্রণ দূর করার ফেসওয়াস থাকলেও প্রায় সবগুলাই বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি। যেগুলো ব্যবহারের ফলে আমাদের উপকার হয় না বললেই চলে। চলুন ছেলেদের মুখে ব্রণ দূর করার এমন কিছু ফেসওয়াশ এর নাম জেনে নিই যেগুলো অনেক কার্যকরী।
  • Clean & Clear Continuous Control Acne Cleanser
  • Cetaphil Dermacontrol Oil Control Foam Wash
  • Neutrogena Oil-Free Acne Wash
  • Garnier Men Power White Double Action Face Wash
  • Loreal Men Expert Hydra Energetic Wake-Up Effect Face Wash

৭ দিনে ব্রণ দূর করার উপায়

মোটামুটি প্রায় ১৫ থেকে ২৫ বছরের ছেলে ও মেয়েদের মধ্যে বেশিরভাগ ব্রণ দেখা দেয়। বিভিন্ন কারনে ব্রণের সৃষ্টি হয়ে থাকে। হরমোন জনিত, জিনগত ও জীবন যাপনের ওপর নির্ভর করে ব্রণের সৃষ্টি হয়ে থাকে। ব্রণ আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট করে। সবাই সুন্দর চেহারার অধিকারী হতে চাই। কিন্তু ব্রণ সেই সুন্দর চেহারাটা নষ্ট করে দেয়। নিম্নের ৭ দিনে ব্রণ দূর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ

ক্লিনজারঃ ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় এ ক্লিনজার অনেক উপকারী। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভালো কোন ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিবেন। এতে আপনার সারাদিনের ত্বকে জমে থাকা ময়লা ধুলাবালি ইত্যাদি দূর করতে সাহায্য করে।

লেবুর রসঃ লেবুর রস ব্রণ দূর করতে অনেক কার্যকরী ভূমিকা রাখে। লেবুর রস পরিমাণ মতো নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে এইটা আপনি প্রতিদিন দুইবার করতে পারেন। ৫ থেকে ৬ দিন ব্যবহার করলেই আপনি আপনার তাদের পার্থক্য করতে পারবেন।

মধু ও লেবুঃ এক চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস এর সাথে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি আপনার ত্বকে লাগিয়ে ১৫থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু ও টমেটোর রসঃ এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ টমেটোর রস মিশিয়ে নিন। মিশ্রণটির সঙ্গে এক চামচ ওটমিল মিশিয়ে নিন। ভালো ফলাফল পেতে এটা আপনি দিনে দুইবার ব্যবহার করতে পারেন। এটা আপনার ব্রণের দাগ দূর করতে অনেক কার্যকারী ভূমিকা রাখবে।

লেবু ও ডিমঃ ডিমের সাদা অংশের সাথে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর এটি আপনার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এটি আপনার ত্বকের কালো দাগ ও ত্বককে টান টান খুলে রাখতে সাহায্য করে।
অ্যালোভেরা জেলঃ অ্যালোভেরা জেল আমাদের উজ্জ্বল ও মসৃণ করে তোলে। এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পরিমাণ মতো নিয়ে আপনার ত্বকের লাগিয়ে নিন। সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিন।

কাঁচা হলুদঃ কাঁচা হলুদ ত্বকের ব্রণ দূর করতে অনেক উপকারী। প্রতিদিন গোসলের ১৫ থেকে ২০ মিনিট আগে মুখে লাগিয়ে দিন। গোসলের সময় ভালো কোন ফেসওয়াশ দিয়ে ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিন। এটি ব্যবহারের ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে বাড়তে থাকবে।

নিম পাতা ও লেবুর রসঃ এক চামচ নিম পাতা ও এক চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এটি আপনার ত্বকে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন। খেয়াল করলে দেখবেন এটি আপনার ত্বকের উজ্জ্বলতা তো বাড়াবেই সেই সাথে ব্রণ ও দূর করবে।

ঘুমঃ একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির মিনিমাম ৬থেকে ৮ ঘন্টা ঘুমানোর জরুরী। কিন্তু দেখা যায় অনেকেই রাত্রে ঠিকমতো ঘুমায় না। অতিরিক্ত রাত জাগরণ ব্রণের সৃষ্টি করতে পারে। সুতরাং রাত জাগা পরিহার করতে হবে।

মানসিক চাপঃ ব্রণ সৃষ্টি করতে মানসিক চাপ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এর জন্য নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার করতে হবে। তাহলে মানসিক চাপ থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

লেবু দিয়ে ব্রণ দূর করার উপায়

ত্বকে নানা কারণে ব্রণের সৃষ্টি হতে পারে। তরুণ বয়সেই বেশিরভাগ ব্রণের সৃষ্টি হয়ে থাকে। আর এই ব্রণ ত্বকের সৌন্দর্য নষ্ট করে ফেলে। বিভিন্ন কারণে ত্বকে ব্রণের সৃষ্টি হয়। যেসব কারনে ব্রণের সৃষ্টি হয় সেগুলো এড়িয়ে চললে বা পরিহার করলেই ব্রণের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় অনেক থাকলেও সবচেয়ে সহজে ও কার্যকারী উপায় হচ্ছে লেবু দিয়ে ব্রণ দূর করা সেগুলো নিম্নে আলোচনা করা হলোঃ

লেবুর রসঃ লেবু ভিটামিন সি সমৃদ্ধ হওয়া ব্রণ দূর করতে অনেক কার্যকরী। লেবুর রস সামান্য পরিমাণে নিয়ে আপনার ত্বকের ব্রণের উপর লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন । এরপর পানি দিয়ে ধুয়ে দিন।

লেবু ও মধুঃ এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে নিন। এরপর এটি আপনার ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন।
লেবু ও কমলাঃ এক চামচ লেবু ও একটা চামচ কমলার রস নিন। এরপর আপনার ত্বকে লাগিয়ে নিন।২০ মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লেবু ও শশাঃ লেবু ও শসা সমপরিমাণ নিয়ে মিশিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানিতে ধুয়ে ফেলুন। এটি খুব সহজে আপনার ব্রণের কালো দাগ ও গুরুত্ব দূর করতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়

তৈলাক্ত ত্বক মানে হাজারোটা সমস্যা লেগেই থাকা। অতিরিক্ত তেল ত্বকে ময়লা ধুলাবালি খুব সহজে জমে যায়। এর ফলে ত্বকে খুব সহজেই ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের ত্বকে একটু বেশি সমস্যা দেখা দেয়। গ্রীষ্ম, বর্ষা, শীত যেকোনো মৌসুমেই খুব সহজেই ত্বকে ধুলাবালি জমে যায়। তৈলাক্ত ত্বকে সবচেয়ে বেশি ব্রণের সমস্যাটা দেখা দেয়। নিচে তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায় আলোচনা করা হলো।

লেবুর রস ও মধুর প্যাক

লেবুতে থাকা সাইট্রিক এসিড আমাদের ত্বকের ব্রণ দূর করতে অনেক উপকারী। এছাড়া ত্বকের ব্যাকটেরিয়া ও ত্বকের কালো দাগ দূর করতেও ভূমিকা রাখে। লেবুর রস ত্বকের অতিরিক্ত তেল দূর করে। আর মধু হল একটি প্রাকৃতিক উপাদান। যা আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে এক চামচ লেবুর রস ও এক চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে আপনার ত্বকে লাগিয়ে নিন। এরপর ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। কার্যকরী ও দ্রুত ফলাফল পেতে প্রতিদিন ব্যবহার করুন।

বেসন ও টক দই

বেসনকে বলা হয়ে থাকে প্রাকৃতিক ফেসওয়াশ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন থাকায় ত্বকের অতিরিক্ত তেল দূর করতে অনেক উপকারী। সেই সাথে ত্বকের দাগ ও দূর করে। অন্যদিকে টক দইয়ে ভিটামিন এ ও সি এর উপস্থিতি থাকাই টক দই ত্বককে প্রাকৃতিকভাবে মসৃণ ও নরম করে তোলে। যেভাবে ব্যবহার করবেন প্রথমত দুই চা চামচ বেসন ও এক চা চামচ টক দই সাথে নিয়ে ভালোভাবে মিক্সড করে নিবেন। মিশ্রণটিতে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে নিবেন। এরপর প্যাকটি তৈরি হয়ে গেলে আপনার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করার পর ভালোভাবে শুকিয়ে গেলে হালকা গরম কুসুম পানি দিয়ে ধুয়ে নিন। এটা আপনি সপ্তাহের মিনিমাম ১ থেকে ২ বার করলেই তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করতে পারবেন।

কমলার ফেসপ্যাক

ত্বকের অতিরিক্ত তেল দূর করতে কমলার ফেসপ্যাক অত্যন্ত উপকারী। দুই চামচ কমলার খোসার গুড়া ও তিন চামচ দুধ সাথে এক চামচ কাঁচা হলুদ বাটা ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আপনার ত্বকে লাগিয়ে ২০মিনিট অপেক্ষা করার পর দিয়ে ধুয়ে ফেলুন। কার্যকরী ফলাফল পেতে আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।

ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায়

ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় সম্পর্কে নিশ্চয়ই উপরে বিস্তারিত ধারণা লাভ করেছেন। ব্রণের পর ছেলেদের মুখের কালো দাগ অন্যতম একটা সমস্যা। ছেলেদের মুখে বিভিন্ন কারণে কালো দাগ দেখা দেয়। যেমনঃ ব্রণ জনিত সমস্যার কারণে, রোদ্রের পোড়া কালচে ভাবের কারণে ও জীবন যাপনের কারনে ও ছেলেদের মুখে কালো দাগ পড়ে যায়।

ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায় অনেক উপায় থাকলেও সবচেয়ে সহজ ও কার্যকরী পদ্ধতি হচ্ছে ঘরোয়া পদ্ধতি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ছেলেদের মুখের কালো দাগ খুব সহজেই দূর করতে পারবেন সেই নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ

আলুঃ আলু মুখের দাগ দূর করতে অনেক উপকারী। এক চামচ আলুর রস ও এক চামচ মধু মিশিয়ে নিন। এরপর আপনার ত্বকে লাগিয়ে নিন ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ধীরে ধীরে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে ব্রণের দাগও দূর হবে।

লেবুঃ লেবুতে থাকা বিভিন্ন উপাদান মুখের দাগ দূর করতে সাহায্য করে। এক চামচ লেবুর রস ও এক চামচ টক দই ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আপনার ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষ করুন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে দিয়ে ফেলুন।
হলুদঃ কাঁচা হলুদ মুখের কালো দাগ, ব্রণ, মেছতা ইত্যাদি দূর করতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টমেটোঃ ত্বকের যত্নে ও সৌন্দর্য বৃদ্ধি করতে টমেটো অনেক উপকারী। এটি ত্বকের কালো দাগ ও বয়সের ছাপ কমাতে ভূমিকা রাখে।

পেঁপেঃ পেঁপে আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে ভূমিকা রাখে। এছাড়াও পেঁপের বিভিন্ন ফেসপ্যাক বানিয়েও আপনার ত্বকে লাগাতে পারেন যা আপনার ত্বকের কালো দাগ দূর করতে অনেক উপকারী।

অ্যালোভেরাঃ অ্যালোভেরা জেল আপনি পাতা থেকে ও বাজার থেকে অথবা অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকের দাগ ও উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবেন।

ফেসওয়াশঃ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ও সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ফেসওয়াশ এর ব্যবহার করতে হবে। এটি আপনার ত্বকের উজ্জ্বলতা ও ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে।

শেষ কথা

প্রিয় পাঠক, আশা করছি আমাদের এই আর্টিকেলটি পড়ে ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। উপরের আলোচ্য বিষয়গুলো যদি আপনি আপনার ত্বকের ব্রণ দূর করার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্রণ দূর করতে পারবেন।
ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় সম্পর্কিত যেকোনো মূল্যবান মতামত ও প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আর্টিকেলটি পড়ে বুঝতে কোথাও কোন সমস্যা হয় তাহলে অবশ্যই পুনরায় আর্টিকেলটি মনোযোগের সহিত পড়বেন। আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হন তাহলে আপনার কাছের মানুষ ও বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

চাঁপাই আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url