বসন্ত কালে কি কি ফুল ফোটে
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। কবি সুভাষচন্দ্র চট্টোপাধ্যায়ের মত করে কেউ আর
বসন্তের কথা বলতে পারেনি। বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত।
ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলেই বসন্তকাল। শীতের পর এই বসন্তের আগমন ঘটে। শীতের
ঝরে যাওয়া পাতা বসন্ত আবার ফিরিয়ে আনে। প্রতিটি গাছে গাছে নতুন পাতা গজে।
প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে বসন্তকালে। চারিদিকে তৈরি হয় এক মন মুগ্ধকর
পরিবেশ। তাইতো আজকে আলোচনা করতে চলেছি বসন্ত কালে কি কি ফুল ফোটে।
পেজ সূচিপত্রঃ বসন্ত কালে কি কি ফুল ফোটে
ভূমিকা
বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বসন্তের ঋতুর পরিবর্তন লক্ষণীয়। বসন্ত আসলেই বসন্ত
কালে কি কি ফুল ফোটে সেটা যেন অনেকের কাছে আগ্রহের একটা বিষয়। কেননা এই এই ঋতুর
পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির ও পরিবর্তন ঘটে। প্রকৃতি তার নতুন সজীবতা ফিরে
পাই। গাছে গাছে নতুন ফুল ও পাতা দেখা দেয়। সারা বছর অনেক ফুল দেখা গেলেও বসন্তের
এই ঋতুতে সবচেয়ে বেশি দেখা যায়।
আরো পড়ুনঃ স্থায়ী ফর্সা হওয়ার কার্যকারী উপায়
তাই আজকের তাই আজকের এই আর্টিকেলে আলোচনা করতে চলেছি বসন্ত কালে কি কি ফুল ফোটে,
সব ঋতুতে কি কি ফুল ফোটে, বসন্ত কালে কি কি উৎসব হয়, বসন্তে কালের পাখির নাম ও
গ্রীষ্ম কালে কি কি ফুল ফোটে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
বসন্ত কালে কি কি ফুল ফোটে
বসন্তকাল প্রায় দরজায় কড়া নাড়ছে। বসন্তকালে চারপাশে তৈরি হয় এক মনোমুগ্ধকর
পরিবেশ। অন্যান্য ঋতুর তুলনায় বসন্ত এক আকর্ষণীয় ঋতু। তাইতো বসন্তকে রে তোর
রাজা বলা হয়। বসন্তের প্রেমে পড়ে বহু কবি ও সাহিত্যিক লিখেছেন বহু কবিতা ও গান।
বসন্ত কালে কি কি ফুল ফোটে সেইগুলো আলোচনা করা হলো।
চন্দ্রমল্লিকাঃ চন্দ্রমল্লিকা ইংরেজিতে বলে - Chrysanthemum। এটি
সারাবিশ্বে বহুল পরিচিত একটি ফুল। চন্দ্রমল্লিকা জাপানের জাতীয় ফুল। এই ফুল
দেখতে অনেকটা সাদা, বেগুনি, সোনালি, লাল ও রঙের হয়ে থাকে।
জিনিয়াঃ জিনিয়া অতি পরিচিত একটি ফুল। এটা আপনি বিভিন্ন নার্সারি বা
বাগানে পেয়ে যাবেন। এটি একটি শীতকালীন ফুল। তবে এটি কেউ চাইলে বা বারান্দায় খুব
সহজেই লাগাতে পারে। এটি দেখতে অনেকটা হলুদ রঙের মতো হয়ে থাকে।
কসমসঃ কসমস ইংরেজি নাম হচ্ছে garden cosmos। এই ফুলের প্রায় ২০ টি
প্রজাতি রয়েছে। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা, হলুদ, লাল, গোলাপি ও
বেগুনি ইত্যাদি। তবে কমলা ও হলুদ রঙের কসমস ফুল সাদা দেখতে পাওয়া যায়।
পিটুনিয়াঃ পিটুনিয়া ফুল বাংলাদেশী না হলেও বর্তমানে এই ফুল ব্যাপকভাবে
চাষ করা হচ্ছে। এই ফুলের অনেক প্রজাতি রয়েছে। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে
যেমন সাদা, লাল, বেগুনি, গোলাপ ও হলুদ সহ আরো রঙের হয়ে থাকে।
গাঁদাফুলঃ আমাদের অতি পরিচিত একটা ফুল হচ্ছে গাঁদা ফুল। বাংলাদেশ এর চাষ ও
প্রচলন ব্যাপক। বাণিজ্যিকভাবেও এই ফুলের চাষ করা হয়। বিয়ে বাড়ি থেকে শুরু করে
বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলের ব্যবহার অনেক। গাঁদা ফুলের রং বিভিন্ন রঙের হয়ে থাকে
যেমন কমলা, হলুদ, লালচে ইত্যাদি।
আরো পড়ুনঃ শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
নয়নতারাঃ নয়ন তারা এই ফুলটি ও আমাদের কাছে অতি পরিচিত একটা ফুল। বিভিন্ন
বাগানে ও বাড়ির ছাদে এই ফুল প্রায় দেখা যায়।
কনকচাঁপাঃ এই ফুলের গাছটি ছোট বৃক্ষ জাতীয়। এটি দেখতে হলুদ সোনালী বর্ণের
হয়ে থাকে।
বেলি ফুলঃ বেলি ফুলের গাছ অনেক ছোট। আমাদের দেশেও এই ফুলের প্রচলন অনেক।
এটি দেখতেও অসম্ভব সুন্দর। এটি দেখতে উজ্জ্বল সবুজ ও সাদা রংয়ের হয়ে থাকে।
পলাশঃ পলাশ ফুল দেখতে অনেকটা সিম ফুলের মত। পলাশ ফুল ঔষধি ফুল হিসেবে
পরিচিত। এটি বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও ব্যবহার করা হয়।
বসন্ত কালে কি কি ফুল ফোটে প্রায় সবগুলোই উপরে আলোচনা করা হয়েছে।
এছাড়াও আরো কিছু ফুল রয়েছে যেগুলো বসন্তকালে ফোটে। যেমনঃ মহুয়া,
কুসুম, গাব, চাপা, কৃষ্ণচূড়া, নাগেশ্বর, নয়নতারা ও দোলনচাঁপা
ইত্যাদি।
সব ঋতুতে কি কি ফুল ফোটে
প্রতিটি ঋতুই নিজস্ব কিছু আকৃতি ও ফুল নিয়ে আসে। ফুল পছন্দ করে না এমন মানুষ
নেই বললেই চলে। চলুন সব ঋতুতে কি কি ফুল ফোটে সেই নিয়ে আলোচনা করি।
গোলাপঃ গোলাপকে ফুলের রানী বলা হয়। এটি প্রায় সারা বছরই পাওয়া যায়।
বাংলাদেশ সহ বাইরের দেশেও এর প্রচলন অনেক। বাংলাদেশের বাণিজ্যিকভাবে গোলাপ ফুল
চাষ করা হয়।
রজনীগন্ধাঃ রজনীগন্ধাও সারা বছরই ফোটে। এর সুঘ্রাণ ও সৌন্দর্যের কারণে
বিভিন্ন অনুষ্ঠান ব্যবহার করা হয়।
কৃষ্ণচূড়াঃ কৃষ্ণচূড়া উজ্জ্বল লাল রঙের জন্য প্রচলিত একটা ফুল।
হিমচাঁপাঃ হিমচাঁপা দেখতে অনেকটা সাদা ও হলুদ বর্ণের হয়ে থাকে। এর
সুবাস অনেক দারুন হওয়ায় স্থানীয়দের মাঝে এটি অনেক জনপ্রিয় একটা ফুল।
জারুলঃ সাধারণত ভারতের গর্ব হিসেবে পরিচিত জারুল ফুল। এটি দেখতে বেগুনি
রংয়ের।
কদমঃ কদম ফুল কমলা ও হলুদ রঙের হয়ে থাকে। এর ঘ্রাণ অনেকটা শক্তিশালী।
এটি সাধারণত বর্ষা মৌ মৌসুমে দেখা দেয়।
আরো পড়ুনঃ শীতকালে সুস্থ থাকার উপায়
বকুলঃ বকুল ফুল ছোট ও সুগন্ধি যুক্ত হওয়ায় ফুলগুলি প্রায় মালা ও
ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়।
শাপলাঃ শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুলটির বর্ষাকালে জলাশয় ফোটে
যা প্রাকৃতিক দৃশ্যে সৌন্দর্যের ছোঁয়া যোগ করে।
শিউলিঃ শরৎকালে শিউলি ফুল ফোটে।
জবাঃ জবা বা হিবিস্কাস হল আরেকটি ফুল যা শরৎকালে ফোটে।
পদ্মাঃ পদ্মা জলাশয়ে ফোটে। এটি শরৎকালে বিশেষ করে বাংলাদেশের জলাভূমিতে
দেখা যায়।
বসন্ত কালে কি কি উৎসব হয়
বসন্ত মানেই ফুল আর উৎসব। উৎসব যে শুধু আমাদের দেশেই উদযাপিত হয় এমনটা নয়
বাইরের বিভিন্ন দেশেও বসন্তে উৎসব পালন করা হয়। তবে অন্যান্য দেশের তুলনায়
আমাদের দেশে অনেক উৎসব পালন করা হয়। বাংলাদেশে প্রায় সারা বছরই কোনো না কোনো
উৎসব লেগেই থাকে।বসন্ত কালে কি কি ফুল ফোটে জানার পাশাপাশি চলুন বসন্ত কালে কি
কি উৎসব হয় সেগুলো নিয়ে আলোচনা করি।
পহেলা ফাল্গুন
প্রতিবছর ১৩ ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন পালিত হলেও। গত বছর থেকে ১৪ ই
ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন পালন করা হচ্ছে। এই দিনটি সকল ধর্মের ও সকল শ্রেণী
পেশার মানুষ পালন করে থাকে । এটি বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম,
ত্রিপুরা, ঝাড়খন্ড ও উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যেও পালন করা হয়।
দোলযাত্রা
বসন্ত কালের অন্যতম উৎসব হচ্ছে দোলযাত্রা বা হোলি। দোলযাত্রা বা হোলি একটি
জনপ্রিয় অনুষ্ঠান যা বসন্ত অনুষ্ঠিত হয়।এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক
প্রেম উদযাপন করে। এর উৎপত্তি ভারতীয় উপমহাদেশে হাওয়াই এর জনপ্রিয়তা অনেক
বেশি। ভারত ছাড়াও দক্ষিণ এশিয়া ও পশ্চিম বিশ্বের বেশ কিছু অঞ্চলে এর
জনপ্রিয়তা অনেক।
বসন্ত কালে কি কি ফসল হয়
বসন্তের শাকসবজি এর কথা বলতে গেলে প্রথমে একটু অন্যরকম মনে হতে পারে। যদিও
বসন্ত এসে গেছে, আমরা শীতের হাত থেকে রক্ষা পেতে চাদর গায়ে জড়িয়ে রয়েছি।
উপরে বসন্ত কালে কি কি ফুল ফোটে সেটা তো জেনেছেন। এবার চলুন বসন্ত কালে কি কি
ফসল হয় সেইগুলো জেনে নেই।
ফলমূল ও শাকসবজি আমাদের দেহের সব ধরনের কার্যক্ষমতা ও রোগ প্রতিরোধ করতে সহায়ক
ভূমিকা রাখে। প্রায় সব মৌসুমী কিছু না কিছু ফসল দেখা যায়। বসন্তকাল ও এর
ব্যতিক্রম নই। বসন্তকালেও কিছু ফসল দেখা যায়। চলুন জেনে নিই বসন্তকালে কি কি
ফসল হয়।
শসাঃ শসা আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সহায়ক। শশা ত্বকের
সৌন্দর্য বৃদ্ধি করতেও ব্যবহার করা হয়। শশা সালাত হিসাবেও খেতে পারেন। ডায়েট
করতে শসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিমঃ বসন্তকালের ফসলের মধ্যে অন্যতম হল সিম। সিম শাকসবজি হিসেবে অনেক
সুস্বাদু। সিমে ভিটামিন সি থাকায় আমাদের ডায়েটের ভারসাম্য বজায় রাখে।
আরো পড়ুনঃ বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা
গাজরঃ মিষ্টি ও সুস্বাদু একটা ফল হচ্ছে গাজর। গাজর চোখ ও ত্বকের জন্য
ভালো। এটি ভিটামিন এ ও ক্যারেটেরিন সমৃদ্ধ থাকাই আমাদের টিস্যুগুলি রক্ষা করে।
কমলাঃ কমলা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
পেঁপেঃ পেপেতে উচ্চ মাত্রার এন্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি ও
ভিটামিন ই রয়েছে। এন্টিঅক্সিডেন্ট বেশি থাকাই পেঁপে হৃদরোগের ঝুঁকি কমাতে
পারে।
এছাড়াও বসন্তকালে স্ট্রবেরি, চেরি, ব্লাকবেরি, আনারস, মাশরুম, চা, মালটা ও
কুমড়া ইত্যাদি ফসল হয়।
বসন্তে কালের পাখির নাম
বসন্তকাল মানেই ফুল আর পাখির মেলা। বসন্ত কাল আসলেই প্রকৃতি যেন তার অপরূপ
সৌন্দর্য ফিরে পেতে শুরু করে। চারিদিকে পাখিদের কুঞ্জন ও সবুজে ঘেরা প্রকৃতি
তার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। বসন্তকাল এলেই কোকিল গান শুরু করে দেই। বসন্ত
কালে কি কি ফুল ফোটে সেগুলো তো জেনেছেন তাহলে চলুন বসন্তে কালের পাখির নাম গুলো
জেনে নেই। বসন্ত কালে শত শত বক, বুনো শালিকের দল, টিয়ে, ময়না, ঝিঙ্গে,
মাছরাঙ্গা, সরালি বালি হাঁস, ইত্যাদি বসন্তকালে দেখা যায়।
গ্রীষ্ম কালে কি কি ফুল ফোটে
বসন্ত কালে কি কি ফুল ফোটে সেটা নিশ্চয়ই জেনেছেন। তাহলে চলুন জেনে নেই
গ্রীষ্মকালে কি কি ফুল ফোটে।
সূর্যমুখীঃ বসন্তের একটি অন্যতম ফুল হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী
"সুরজমুখী" নামেও পরিচিত। সূর্যমুখী উজ্জ্বল হলুদ পাপড়ি ও সূর্যের মতো চেহারার
জন্য পরিচিত।
গাঁদাঃ গাঁদা বাংলাদেশসহ বাইরের দেশেও এর জনপ্রিয়তা অনেক। বিভিন্ন
অনুষ্ঠান এর ব্যবহার অনেক। গাঁদা ফুল "গেন্দা" ফুল নামেও পরিচিত। এটি দেখতে
কমলা ও হলুদ রংয়ের হয়ে থাকে।
হিবিস্কাসঃ হিবিস্কাস এর অন্য আরেকটি নাম হল "জুতা ফুল"। হিবিস্কাস
ফুলের যত্ন নেওয়া অনেক সহজ এটা আপনি আপনার বাসা বাড়ির ছাদে ও ফুলের টবে
লাগাতে পারেন।
আরো পড়ুনঃ কোন ফল খেলে ত্বক ফর্সা হয়
চম্পাঃ গ্রীষ্মকালের আরও একটি জনপ্রিয় ফুল হচ্ছে চম্পা। চম্পাফুল
"পুলমেরিয়া" নামেও পরিচিত ভারতের একটি জনপ্রিয় ফুল।
জেসমিনঃ জেসমিন যা চামেলী নামে পরিচিত। এর সূক্ষ্ম সাদা পাপড়ি গুলি
কেবল সুন্দর রং দেয় না বরং মোহনীয় সুগন্ধ নির্গত করে।
গোলাপঃ বাংলাদেশের ব্যাপকভাবে প্রচলিত জনপ্রিয় একটি ফুল হচ্ছে গোলাপ।
এর সুবাস অনেক আকর্ষণীয়। এটি দেখতে লাল, কমলা ও হলুদ রঙের হয়ে থাকে। বিভিন্ন
বিয়ে বাড়ি ও অনুষ্ঠানে এর ব্যবহার হয়ে থাকে।
শেষ কথা
ফুল প্রত্যেকটা মানুষের আকর্ষণের অন্যতম একটা কেন্দ্রবিন্দু। ফুল পছন্দ করে না
এমন মানুষ নেই বললেই চলে। তাইতো বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে
ফুলের ব্যবহার হয়ে থাকে। আশা করছি আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে বসন্ত
কালে কি কি ফুল ফোটে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমাদের এই
আর্টিকেলটি পড়ে বুঝতে কোথাও কোন সমস্যা হলে আর্টিকেলটি পুনরায় মনোযোগের সহিত
পড়ুন।
আরো পড়ুনঃ বারোমাসি সবজি তালিকা
বসন্ত কালে কি কি ফুল ফোটে এই সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অথবা বসন্ত কালে কি
কি ফুল ফোটে আরো নাম জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি
আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি
আপনার বন্ধু-বান্ধব, কাছের মানুষ ও পাড়া প্রতিবেশীদের কাছে শেয়ার করুন,
ধন্যবাদ।
চাঁপাই আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url